পুলিশ ১২ কোটিরও বেশি টাকা আতœসাতের অভিযোগে পূবালী ব্যাংক চট্টগ্রাম মহানগর চকবাজার শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদলতে পাঠিয়েছে।
আজ সোমবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) ও অফিসার (ক¤িপউটার) চন্দন দে (৩৩)।
ওসি নিজাম উদ্দিন বলেন, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আতœসাতের অভিযোগে পূবালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বাদী হয়ে মামলা করেছেন ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী ৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি দুদক তদন্ত করবে বলে জানান ওসি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |