হেলালুদ্দীন আহমদ নির্বাচন কমিশন সচিব বলেছেন, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
আজ সোমবার আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি । সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সংরক্ষিত ৫০ আসনের প্রার্থী মনোনয়নের বিষয়ে সংসদে প্রতিনিাধিত্বকারী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দল ও জোটগত অবস্থান জানাতে চিঠি দেয়া হবে। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।
তিনি বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা ধাপে ধাপে করা হবে। সদর উপজেলার ভোট ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।