ঢাকা ১৩ মে:সিরিয়ায় ইসরাইলি অভিযানে লেবাননভিত্তিক হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন । সম্প্রতি দামেস্কের বিমানবন্দরের কাছে ইসরাইলের বিমান হামলায় মুস্তফা আমিনি বদরেদ্দিন নামের এই কমান্ডার নিহত হন। বিবিসি জানায়, হিজবুল্লাহর পক্ষ থেকে জ্যেষ্ঠ কমান্ডার বদরেদ্দিন নিহতের কথা স্বীকার করা হয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে লেবাননের আল-মায়াদিন টিভি ইসরায়েলি হামলার স্থান ও ধরণের কথা জানিয়েছে। এ বিষয়ে ইসরাইলের সরকার থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। জানা গেছে, ২০০৫ সালে লেবাননের প্রেসিডেন্ট রফিক হারিরিকে হত্যার ঘটনায় বদরেদ্দিনসহ চার হেজবুল্লাহ সদস্যকে অভিযুক্ত করা হয়। বদরেদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে, ১৯৮২ সাল থেকে সংগঠনটি অনেক গুরুত্বপূর্ণ অভিযানে তিনি অংশ নেন। ১৯৬১ সালে জন্ম নেওয়া মুস্তফা আমিনি বদরেদ্দিন হিজবুল্লাহর শুরু কাউন্সিলের সদস্য ছিলেন। এ ছাড়া সংগঠনের অন্যান্য ক্ষেত্রেও বেশ প্রভাবশালী ছিলেন তিনি। একই সঙ্গে তিনি ছিলেন হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান ইমাদ মুঘনিয়েহের চাচাতো ভাই। তাঁর বোনকেই বিয়ে করেছিলেন বদরেদ্দিন। ২০০৮ সালে সিরিয়ার দামেস্কে এক গাড়িবোমা হামলায় হমাদ মুঘনিয়েহ নিহত হন।