ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আগামী জুন মাসে মেট্রোরেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ।শুক্রবার উত্তরা তৃতীয় পর্বে মেট্রোরেলের ডিপোর নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী জানান, জুন মাসে প্রধানমন্ত্রী এর সূচনা করবেন। ওবায়দুল কাদের জানান, ২০১৯ সালে প্রথম ধাপে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ হয়ে শেষ হবে। এরপরের কয়েকমাসের মধ্যে শুরু হবে শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ। মেট্রোরেলের অগ্রগতি জানাতে গিয়ে বলেন, প্রথমদিকে ২০২৪ সালে মেট্রোরেল প্রকল্প শেষ হওয়ার কথা ছিলো। সেখান থেকে ৫ বছর কমিয়ে এনে ২০১৯ সাল করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |