দুই শিশুর মৃত্যু হয়েছে নির্মাণাধীন ভবনের ইটের দেয়ালে চাপা পড়ে কুষ্টিয়ায় । গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো গংগাবর কান্দি গ্রামের ইমারুল হক বাবলুর মেয়ে লিজা (৩) ও একই গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩)।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, নিহত শিশুরা প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বিল্ডিং এর পাশে বড়ই গাছের তলে খেলা করছিল। এ সময় নির্মাণাধীন বিল্ডিং এর দেয়াল ধসে শিশুদের গায়ের উপর পড়ে। এতে ইটের দেয়ালে চাপা পরে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
তিনি আরো জানান, কোন নিয়ম নীতি না মেনেই যেমন তেমন করে বিল্ডিং তৈরি করে এখনকার মালিকরা। আইন মানলে এ ধরনের ক্ষতি হত না। তবুও এ ব্যাপারে যদি নিহত শিশুদের পরিবার থেকে কোন অভিযোগ দেয়া হয় বিল্ডিং মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।