নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন মজুরী কাঠামোর অসংগতি এক মাসের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কাল থেকে কাজে ফিরে যান। আপনাদের সমস্যা এক মাসের মধ্যে সমাধান করা হবে।
এর আগে বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কাঠামো বৃদ্ধির দাবিতে টানা তিনদিন ধরে আন্দোলন করছেন উত্তরার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের দাবিতে সাড়া দিয়ে আজ বিকাল ৪টায় আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৈঠকে উপস্থিত ছিলেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।