ব্যবসায়ীরা চট্টগ্রামে চাঁদাবাজি করার সময় মহিউদ্দিন সোহেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। সোহেল স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
আজ সোমবার বেলা ১১টায় নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ডবলমুরিং থানার পাহাড়তলি বাজারে দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলতে যায়। এ সময় দাবিকৃত চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সোহেল সহযোগীদের ডেকে নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সাথে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে। বেলা ১১টার দিকে ক্ষিপ্ত ব্যবসায়ীরা সোহেলকে পিটিয়ে হত্যা করে।
ওসি বলেন, সোহেল ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত।
এলাকার চিহিৃত সন্ত্রাস ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সোহেলের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।