সৈকতে উদ্ধার গুলিবিদ্ধ লাশের পেটে ২০০ ইয়াবা পাওয়া গেছে। চারটে পোটলায় এসব রাখা ছিল বলে জানিয়েছেন পুলিশ কক্সবাজারের টেকনাফ ।
শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করতে গিয়ে পেট থেকে এসব ইয়াবা উদ্ধার হয়। নিহত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া পশ্চিম আমিরাবাদের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে সাজ্জাদ হোসেন ইমরান (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, প্রতিটি পোটলায় ৫০ পিস করে ২০০ পিস ইয়াবা ছিল। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শুক্রবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সংলগ্ন সমুদ্র সৈকত থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করা হয়।