দুই রোহিঙ্গার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানি ছড়া মেরিন ড্রাইভ সৈকত এলাকা থেকে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল ১০ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানি ছড়া সৈকত এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা গুলিবিদ্ধ দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠায়। তাদের পরণে গেঞ্জি ও লুঙ্গি পরিহত ছিল। উদ্ধার হওয়া লাশদুটির পাশে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি, তবে তারা দুজনই রোহিঙ্গা সেটি নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইয়াবা পাচারের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।