আগামীকাল শনিবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হবে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে তার মরদেহ বহনকারী উড়োজাহাজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে দেশের আনার পর তার জানাজা কবে, কখন হবে কিংবা দাফন কোথায় হবে, এসব বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
সৈয়দ আশরাফ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031