ঢাকাস্থ্য রংপুর বিভাগ সমিতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে । বুধবার সকালে সমিতি নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তাকে ফুলেল অভিনন্দন জানান। রংপুর বিভাগ সমিতির সভাপতি সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক ও সরকারের অতিরিক্ত সচিব নূরুল ইসলামের নেতৃত্বে এ সময় সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এর অন্যতম পৃষ্ঠপোষক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সেলিমা খাতুন,কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল নাসের,সহ-সভাপতি ও পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, সহ-সভাপতি ও সরকারের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ও সরকারের আরেক যুগ্ম সচিব হুমায়ুন কবীর, সমিতির ত্রাণ বিষয়ক সম্পাদক ও পুলিশ সুপার আসাদুজ্জামান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম প্রমূখ। রংপুর বিভাগ সমিতির পক্ষ থেকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করা হয়। সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গত ১০ বছরে দেশে প্রভূত উন্নয়ন হয়েছে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি জাতির সামনে ইশতেহারের মাধ্যমে যে ভিশন তুলে ধরেছেন, রংপুর বিভাগ সমিতি তার ভিশন বাস্তবায়নে সর্বতোভাবে তার পাশে থাকবে, সহযোগিতা করে যাবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |