কক্সবাজার: টেকনাফে বেসরকারি তিন টেলিভিশনের দুই রিপোর্টার ও তিন ক্যামেরাপারসনকে কুপিয়ে জখম করেছে ইয়াবা ব্যবসায়ীরা।শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন- ইনডিপেন্ডডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, ক্যামেরাপারসন শরীফ, একাত্তর টিভির রিপোর্টার কামরুল ইসলাম লিপু, ক্যামেরাপারসন বাবু দাস, সময় টিভির ক্যামেরাপারসন ফরাজ।
এছাড়া সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা।