ভোটের দিন সংঘর্র্ষে যুবলীগ কর্মী লিয়াকত হোসেন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে গাজীপুরে । এতে ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহতের বড়ভাই আইয়ুব রানা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর। তবে মামলায় কোনো পদ-পদবিধারী রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।

নিহত লিয়াকত হোসেন গাজীপুর শহরের আবদুল হাই মেম্বারের ছেলে এবং কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের বড় ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটের দিন হাড়িনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বসে ছিলেন লিয়াকত। এসময় লিয়াকত ও তার অনুসারীদের ওপর অতর্কিত হামলা করে কয়েকজন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান লিয়াকত। আহত হন আরও তিনজন।

সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, মামলার দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তারা বিএনপি দলীয় সমর্থক। তবে তাদের কারো পদ-পদবি নেই।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031