আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা কি মামা বাড়ির আবদার? দেশী-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলেছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। ভোট উৎসব চলেছে ৩০ ডিসেম্বর।
নতুন সরকারের লক্ষ্য কি হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন লক্ষ্য আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করা। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৭ আসন পাওয়া ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রহশনমূলক, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করে ও পুনঃনির্বাচনের দাবি করেছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসন পেয়েছে।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |