আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার নির্বাচনে বেশিরভাগ আসনে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন । তিনি প্রতিপক্ষের ভোট কেন্দ্র পাহারা দেয়া সম্পর্কে বলেন, লাঠি সোটা নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়া নির্বাচনী আইন এবং আচারণের সম্পূর্ণ বিরোধী। কাজেই, ইসি এ ব্যাপারে ব্যবস্থা নিবেন। আমাদের নেত্রীও বলেছেন, ভোট কেন্দ্র রক্ষা করতে, তবে কোন বিশৃঙ্খলা করে নয়। কেউ যদি ভোট কেন্দ্র পাহারার নামে কোন বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নিবে। আমরা নির্বাচনে বেশিরভাগ আসনে বিজয়ী হব, তাই আমাদের গোলমাল করার প্রয়োজন নেই।
আজ শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূইয়া ৪ বিজিবি ক্যাম্পের সামনে সড়কের সংস্কার কাজ পরিদর্শণ শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে ভোট বিল্পব হবে দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। যারা খুন, সন্ত্রাস, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপান্তর ঘটাতে চায় তাদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। যাদের ইতিহাস খুনের ও সন্ত্রাসের, দুর্নীতির জন্য যারা কুখ্যাত তাদের বিরুদ্ধে বিপ্লব হবে।
যারা বাংলাদেশকে পাকিস্থানী ভাবধারায় নিয়ে যেতে চায় তাদের অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সমুচিত জবাব দিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফেনী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফেনী পৌরসভা প্যানেল মেয়র স্বপন মিয়াজী, দাগনভইয়ার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।