আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সালমান এফ রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা। ঢাকা-১ আসনে নিজ দলের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি।
শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
উচ্চ আদালতের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে বিএনপির ১৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যায়। এর মধ্যে ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী আবু আশফাকের প্রার্থিতাও বাতিল হয়।
সালমা ইসলাম জাতীয় পার্টির নেত্রী। তিনি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী। ২০১৪ সালের নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নানকে পরাজিত করেন।
এবারের নির্বাচনে ওই আসনে মহাজোটের হয়ে লড়তে চেয়েছিলেন সালমা ইসলাম। তবে তার দল জাতীয় পার্টি থেকে আসনটি না পাওয়ায় তিনি স্বতন্ত্র থেকে প্রার্থী হন। এবার বিএনপির সমর্থন পাওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে গেলেন বলে ধারণা স্থানীয় ভোটারদের।