নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। গতকাল টাঙ্গাইল , কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড় জেলার নেতাকর্মীও সাধারণ মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ ও জবরদস্তি দেশবাসী কখনও পছন্দ করেনি, ভবিষ্যতেও করবে না।
তাদের জবরদস্তি এদেশের মানুষ কখনও মেনে নেয়নি। আসছে ৩০শে ডিসেম্বরের নির্বাচনে তারা আবারও এর জবাব দেবে। ৩০শে ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধারাবাহিক নির্বাচনী প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে ভিডিও কনফারেন্সে এই পাঁচ জেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
যশোরবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরবাসীর কাছে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল বিকালে ঢাকার সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে নৌকা মার্কার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। যশোর টাউন হল ময়দানে সংযুক্ত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। বিকালে শুরু হয় এই ভিডিও কনফারেন্স। চলে বিকাল পৌনে ৫টা পর্যন্ত। যশোরের ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় উঠে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিতি জানান দেন যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন, যশোর-২ মেজর জোরেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৬ ইসমাত আরা সাদেক।
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের প্রার্থীরা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন কুমিল্লার সকল সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী গত ১০ বছরের উন্নয়নচিত্র তুলে ধরে কুমিল্লাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। প্রজেক্টরের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মুজিবুল হক, সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্য আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স উপলক্ষে এর আগে নৌকা মার্কার স্লোগানসহ বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ নেতাকর্মী কুমিল্লা টাউন হল মাঠে এসে সমবেত হন।
জাতির পিতার কন্যা হিসেবেই গর্ব অনুভব করি
প্রধানমন্ত্রিত্ব নয়, জাতির পিতার কন্যা হিসেবেই তিনি গর্ব অনুভব করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদটাকে কীভাবে উপভোগ করবো সেই চিন্তা করি না, মানুষের কল্যাণে নিজেকে কতটুকু নিয়োজিত করতে পারলাম আমার কাছে সেটাই বিবেচ্য। প্রধানমন্ত্রী গতকাল তার তেজগাঁও কার্যালয়ে সরকারের মেয়াদের শেষ কর্মদিবসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। বিদায় বেলায় প্রনমন্ত্রীর কার্যালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি সরকারি কর্মচারীদেরকে তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। শেখ হাসিনা বলেন, আমি থাকি বা না থাকি, আপনাদের কাছে আবেদন এটাই থাকবে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, কারণ আপনারা সরকারি কর্মচারী।
আপনাদের বেতন-ভাতা বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই হয়। কাজেই তাদের সেবা করা, কল্যাণ করা, আপনাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বেগম নাসরিন আফরোজ, প্রেস সচিব ইহসানুল করিম, এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান, প্রটোকল অফিসার খুরশীদ আলম, সহকারী পরিচালক মো. মকবুল হোসেন, একান্ত সচিব (২) অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করি না। আমি হচ্ছি বাবার কন্যা ‘ফাদারস ডটার।’ সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করি। আমি জাতির পিতার কন্যা।