চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী কর্মী সমাবেশে গুলি ও হামলার ঘটনার পর বুলেট প্রুফ জেকেট পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ।
আজ বৃহস্পতিবার সকালে এ প্রচারণায় নামেন তিনি। গণসংযোগকালে দুপুর ১টার দিকে উপজেলার জলদি ইউনিয়নের মিয়া বাজার এলাকায় প্রচারণার গাড়িবহরে আবারো হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মাহমুদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. জোবায়ের চৌধুরী জানান, ২১ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাম্বল মাদরাসা এলাকা ও চাম্বল বাজারে কর্মী সমাবেশে গুলি বর্ষণ ও হামলার পাঁচদিন পর আজকে আবারও নির্বাচনী প্রচারণায় নামেন জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেন।
বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, হামলার ঘটনার বিষয়ে জেনেছি, আমরা দেখছি। পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে আছে। লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে এই ব্যাপারে অভিযোগ দেয়া হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।