বৃটিশ নির্বাচনের প্রচার-প্রচারণায় সংঘর্ষ, বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে । সিলেট সফরে থাকা বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বৃহস্পতিবার স্পষ্ট করে বলেন, বৃটেন বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। কিন্তু কিছু কিছু স্থানে সংঘর্ষ এই পরিবেশ নষ্ট করছে, যা নিন্দনীয়। ভোটের সার্বিক পরিবেশ-পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করতে ফ্লাইট যোগে দুপুরে সিলেটে যান হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, সঙ্গে তার টিম। শহরে ঢুকেই তিনি বৈঠকে বসেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী অর্থমন্ত্রী সহোদর ড. একে আবদুল মোমেনের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে তিনি বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদীরের বাসায় যান। যেখানে গিয়ে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন। ওই দুই বৈঠকের ফাঁকে বৃটিশ দূত বলেন, সিলেটের সঙ্গে বৃটেনের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
তাই নির্বাচনের পরিবেশ সরজমিনে পর্যবেক্ষণে তিনি সিলেটকেই বেছে নিয়েছেন। এলিসন ব্লেইক বলেন যুক্তরাজ্য এ দেশে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে। যদিও কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা খুবই নিন্দনীয়।