নির্বাচন সামনে রেখে সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হেনস্থা ও হয়রানি করা হচ্ছে দাবি করে আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করলেও এতে কোন ভয় নেই। ৩০শে ডিসেম্বর ভোটের মাধ্যমে আমরা বিজয় অর্জন করবো। বিকালে ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, সারা দেশে ব্যাপক সারা পাচ্ছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমরা পরিবর্তন চাই। শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে পরিবতর্ন চাই। আমরা সবাই মিলে ভোটের মাধ্যমে বিজয় অর্জন করবো।
১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।
৩০শে ডিসেম্বর আরেকটি বিজয় অর্জন হবে ভোটের মাধ্যমে। কোন ভয় নেই, আমরা আজীবনই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ইনশাআল্লাহ আপনারা বিজয়ী হচ্ছেন। শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে সকাল সকাল ভোট দিতে যাবেন। সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভয়ের কিছু নেই। মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। ৩০শে ডিসেম্বর এর প্রকাশ ঘটবে ভোটের মাধ্যমে।