যুক্তরাষ্ট্র বাংলাদেশ সফরের আগেই যথাযথ ভিসা সংগ্রহ করতে সব মার্কিন নাগরিককে পরামর্শ দিয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা যদি বাংলাদেশ সফরে আসতে চান, তাহলে এখানে পৌঁছার আগেই ভিসা সংগ্রহ করতে জোরালো পরামর্শ দিচ্ছি আমরা। দূতাবাস বলেছে, সম্প্রতি কিছু মার্কিন নাগরিক, বিশেষত যারা যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন, তারা পৌঁছামাত্র ভিসার (অন এরাইভাল ভিসা) সব চাহিদা পূরণ করা সত্ত্বেও, তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে অনুমতি দেয়া হয় নি। তাই বুধবার দূতাবাস স্মরণ করিয়ে দিয়েছে যে, বাংলাদেশে প্রবেশ করতে দেয়া বা না দেয়া পুরোটাই বাংলাদেশী কর্মকর্তাদের মর্জির ওপর নির্ভর করে। এসব ভ্রমণকারীদের কনসুলার সহায়তা দেয়ার সুযোগ নেই বললেই চলে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |