ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান আবদুল কাদের সিদ্দিকী সারাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ১৫ কোটিই এখন ধানের শীষের পক্ষে- দাবি।
নির্বাচনে পেশাজীবীদের করণীয় বিষয়ে সোমবার রাজধানীতে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন ঐক্যফ্রন্ট নেতা।
৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি জিতছে বলেও মনে করেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের প্রচারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা নায়ক নায়িকাদেরকে দিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। মানুষ নায়ক নায়িকাদের ছবি দেখতে যায়, কিন্তু তাদের দেখে ভোট দেয় না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি ধানের শীষের পক্ষে। ২০১৮ সালে বাংলাদেশে ভোট বিপ্লব হবে এবং এ বিপ্লবে জাতীয় ঐক্য বিজয় লাভ করবে।’
এবারের ভোটে ঐক্যফ্রন্টের সব শরিক এবং স্বাধীনতাবিরোধী দল জামায়াত একই মার্কা নিয়ে ভোট করছে। এ কারণে তাদেরকে সমালোচনায় ভাসাচ্ছে আওয়ামী লীগ। এর জবাব দেন কাদের সিদ্দিকী।
বলেন, ‘যারা স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলছেন, আমি বলব আমরা স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নই আমরাই স্বাধীনতা।
‘আমি বলব, যারা ভোটবিহীন সরকার গঠন করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি নয়, তাঁরা হচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি, শেখ মুজিবের আদর্শের পরিপন্থি।’
‘আমাদের চেনার জন্য বাংলা ব্যাকরণের দরকার নেই। যেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী, যেখানে জিয়াউর রহমান রয়েছে, সেখানেই স্বাধীনতার শক্তি।’
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘আমরা আপনাদের কাছে কিছু চাই না। আমরা চাই মানুষের অধিকার এবং মানুষের ভোটের নিরাপত্তা।’
‘যারা পুলিশের শক্তির ওপর নির্ভর করে আছে তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই এবং রাজনীতিতে তাদের কোনো অবস্থান নেই।’
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।