প্রশাসন চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১৮শ’ ৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪শ’ ১৪টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে।
প্রার্থীর অবস্থান এবং দুর্গম এলাকা বিবেচনা করে এই কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা অনুযায়ী, জেলার সীতাকুণ্ড, সাতকানিয়া-লোহাগাড়া এবং বাঁশখালীকে সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ এলাকা বলা হচ্ছে।
এছাড়া বিভিন্ন দ্বীপ এবং পাহাড়ি অঞ্চলের ৭৯টি কেন্দ্রকেও রাখা হয়েছে ঝুঁকির তালিকায়।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দু’জন পুলিশ, ১২ জন আনসার এবং একজন করে চৌকিদার নিয়োগ করার কথা রয়েছে।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ৫৬ লাখ ৪১ হাজার ২শ ১৯ জন। আর প্রার্থী রয়েছেন ১