বিএনপি’র নেতা নেই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতা ছাড়া নির্বাচন হয় না, তাই ভোটের আগেই হেরে গেছে বিএনপি। তিনি আরও বলেন, দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। গত ১০ বছরে বিএনপি কোন আন্দোলনই করতে পারেনি। তাই বিএনপিকে একটি ভুয়া দল বলে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, এ ভুয়া দলকে ভোট দিবেন না। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি বেপরোয়া গাড়ি চালকের মত আচরণ করছে। তারা নির্বাচনের দিন কোন বেপরোয়া আচরণ করলে- জনগণ তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিবে। আজ রোববার দুপুরে চাটখিল পি.জি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থী এইচ,এম ইব্রাহিমের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আওয়ামীলীগ জনগনের ভোটে আবার নির্বাচিত হলে চাটখিল পৌর সভার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিবে।
এ ছাড়া প্রতিটি ঘরে এক জন করে বেকারকে চাকরী দিবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এইচ,এম ইব্রাহিম। পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, অ্যাডভোকেট নাজমা আক্তার কাউছার, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, পৌর আওয়ালীগ সভাপতি বজলুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা মোস্তফা খান, ভিপি নিজাম উদ্দিন, ভিপি নাজমুল হুদা শাকিল, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, খোরশেদ আলম, মনির হোসেন কচি, ইউপি চেয়ারম্যান এইচ, এম বাকী বিল্লাহ প্রমুখ।