প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে মাজার জিয়ারত করেছেন। তিনি হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরাণ ও সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বেলা সোয়া ১টায় সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।
এর আগে, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-১২১১ সকাল ১০টা ২২ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল ১০টা ৪৭ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছেই শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ:)’র মাজার জিয়ারত করতে রওনা দেন। মাজারে তাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শেখ হাসিনার জনসভা ঘিরে নিয়েছে বাড়তি সতর্কতা।