‘আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি আর মাত্র ২ মিনিট পরে । তুমি সুখে থাকিও।’ মোবাইলে স্ত্রীকে এই কথা বলেন স্বামী ভুলন দাস (৩২)। স্ত্রী তখনো জানতেন না কি হতে চলেছে? ৩/৪ মিনিট পরে ফোন দেন স্ত্রী। কিন্তু ততক্ষণে দ্রুতগামী একটি ট্রেন দ্বিখণ্ডিত করেছে তার স্বামীর দেহ। মৌলভীবাজারের কুলাউড়ায় এই নির্মম ঘটনাটি ঘটে। স্ত্রীকে ভালো থাকতে বলার পরেই দেন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ।
গত ২০শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কুলাউড়া উপজেলার পৌর এলাকার বিহালা গ্রামের কাছে রেললাইনে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, মোবাইল নম্বরের সূত্র ধরে রেলওয়ে পুলিশ পরিবারের লোকজনের কাছে খবর দেয়। রাত ৮টায় মরদেহ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। পরে শুক্রবার সকালে নিহত ভুলনের স্ত্রী জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক বলেন, পারিবারিক কলেহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।