সাতক্ষীরার কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহমেদকে প্রত্যাহার করা হয়েছে । আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এর আগে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে ওসি মারুফ আহমেদের প্রত্যাহার চেয়েছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব। গতকাল শুক্রবার ওসি মারুফ আহমেদকে প্রত্যাহার ও শাস্তিরও দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি চিঠিও দেন হাবিবুল ইসলাম।
উল্লেখ্য, ২০শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি অনুষ্ঠানে মহাজোটের নৌকা প্রতীক মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর উপস্থিতিতে প্রকাশ্যে ভোট চান ওসি শেখ মারুফ আহমেদ। সে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।