মানুষের ভাগ্য পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে । দেশের উন্নয়ন হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকালে সিলেটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে। প্রধানমন্ত্রী বলেন, এতিম খানার টাকা দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাভোগ করছেন। বিএনপি মানুষ পুড়িয়ে মারতে পারে। ২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ মেরেছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মোবাইল ফোনের দাম কমিয়ে আমরা এখন মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছি।
শেখ হাসিনা বলেন, নৌকা হচ্ছে মানুষের বন্ধু। বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে। আজ মানুষ বলে বাংলাদেশ মানেই উন্নয়ন। বাংলাদেশ মানেই উন্নয়নের রোল মডেল।