ইনশা আল্লাহ বিএনপির জয় সুনিশ্চিত।  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ফলাফল হাতে নিয়ে আমরা ঘরে ফিরব।
আজ শনিবার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের পক্ষে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার ফাইভ স্টার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন হচ্ছে ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার শঙ্কিত। জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে।

ঐক্যফ্রন্টের হয়ে জনগণ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। যখন-তখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন, জনগণের হয়ে কাজ করুন।

তিনি বলেন, আদালত আর পুলিশ ছাড়া জনগণ আপনাদের সঙ্গে নেই। বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা, নির্যাতন বন্ধ করুন। আর সৈয়দপুরে এসে দেখে যান কীভাবে জনগণ জেগে উঠেছে, মানুষ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।

বিএনপি মহাসচিব বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে এতে অংশ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার চাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই আমরা।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি মো. আবদুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম ও নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031