আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে সমর্থন দিয়ে সরে গেলেন ।
শুক্রবার বিকালে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন।
ঢাকাটাইমসকে এ টি এম ফিয়ারুল ইসলাম বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করতে পারি না। কেন্দ্রীয় নেতাসহ সবার কথা বিবেচনায় রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
প্রসঙ্গত, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। কিন্তু নৌকা প্রতীকে মহাজোটের মনোনয়ন পান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন পেয়াররুল ইসলাম। যাচাই-বাছাইয়ে টিকে গিয়ে মনোনয়ন প্রত্যাহারে দলের কেন্দ্রীয় নেতাদের অনুরোধ পাশ কাটিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যান তিনি।