কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ। এর মাধ্যমে তিনি ভোটারদের অবস্থান জানান দেয়ার কথাও বলেন নৌকা মার্কায় ভোট দিতে সাতক্ষীরার কলারোয়াবাসীকে আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, আজকে আমি প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন।’ কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ভোটারদের প্রতি তিনি এ আহ্বান জানান। মারুফ আহম্মেদের ওই বক্তব্যের ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ।
বক্তব্যটি হুবহু তুলে দেয়া হলো,
এমন একটা সুন্দর ইলেকশন পূর্বে প্রদর্শনী করার জন্য। আর আজকে কলাকুশলীরা, যারা অনেক কষ্ট করে ঢাকা থেকে, রাতদিন পরিশ্রম করে, জার্নি করে, কলারোয়া এসে অনুষ্ঠান করছে, আমি অফিসার ইনচার্জ, কলারোয়া হিসেবে আমার পক্ষ থেকে তথা কলারোয়াবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। হাততালি।
তারা অনেক কষ্ট করে তাদের শারীরিক কসরত দিয়ে তাদের নৈপুণ্য দেখাচ্ছেন।