উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সুধা সদন থেকে রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা ও নড়াইলে নিজ দল ও জোটের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রাথমিক বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন আমরা আপনাদের উন্নয়ন দেব। এ দেশের যত বড় বড় অর্জন তা নৌকায় ভোট দিয়েই এসেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই।

শেখ হাসিনা বলেন, নির্বাচনকে সামনে রেখে এর আগে আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম-বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আজ ঢাকায় বসে আমরা রাজশাহী, নড়াইল, গাইবান্ধাসহ বিভিন্ন জায়গায় ভিডিও কনফারেন্স করছি-এটাই ডিজিটাল বাংলাদেশের প্রমাণ।

ধানমন্ত্রী বলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন নড়াইলের এমপি হয়ে থাকবো।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031