ইসিতে ভিন্নমত থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। সেখানে সংখ্যাগরিষ্ঠতার মত প্রাধান্য পাবে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশানারের বক্তব্য সঠিক। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে।
আজ বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরাহট উপজেলার নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ফখরুল-মওদুদরা এখন ভিডিও কনফারেন্স ও ফেসবুকে কান্নাকাটি করে। এসব কান্নকাটিতে জনগণ ভোট দেবে না। তাদের সঙ্গে জনগণ নেই।
সকালে মন্ত্রী প্রথমে কবিরহাট নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে যোগ দেন।