বিএনপি একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে ।
আজ মঙ্গলবার বেলা রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে দলের নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। এদের যৌক্তিক অর্থনৈতিক উদ্যোগে আর্থিক সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন, তরুণ দম্পতিদের উদ্যোক্তা হওয়ার জন্য ২০ বছর মেয়াদী ঋণ চালু করবে বলে ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |