চট্টগ্রাম ১১ মে: আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সিটি মেয়র এর নিকট তুলে দেয়া হয়েছে বোর্ডের ২০১৬ সনের এসএসসি পরীক্ষার ফলাফল।
বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১ টায় নগর ভবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম ও উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা ফলাফল হস্তান্তর করেন।
ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, প্যানেল মেয়র, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাউন্সিলরসহ প্রমুখ।