জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম আবদুল মান্নানের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে মানকিগঞ্জ-২ আসনে । এ সময় প্রচারণায় থাকা ৬টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা। এ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) মো. আবদুল খালেক।
গত ১৫ই তারিখ দেয়া ওই অভিযোগে বলা হয়, ওইদিন প্রার্থী আবদুল মান্নান ৬টি গাড়িবহরসহ হরিরামপুর উপজেলার ঝিটকা ও আশেপাশের এলাকায় পথসভা ও গণসংযোগ করার পরিকল্পনা করেন। এ প্রেক্ষিতে বেলা পৌনে ২টার দিকে গাড়িবহরটি উপজেলার সদর দপ্তরের গেটের সামনে আসলে আচমকা ২৫-৩০ জনের একটি সন্ত্রাসীদল লাঠি, লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা প্রার্থী আবদুল মান্নানের সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধর করে গাড়ি ভাঙচুর করে। বিশেষ করে প্রার্থী যে জীপে বসে ছিলেন, তার সামনের ও পিছনের গ্লাস ভাঙচুর করে। অতর্কিত এই হামলায় বহরে থাকা অধিকাংশ লোকজন আহত হন। হামলাকারীদের মারধরে সাংবাদিক শুভঙ্কর পোদ্দার মারাত্মকভাবে আহত হন।
অভিযোগে হামলাটি পূর্বপরিকল্পিত উল্লেখ করে বলা হয়, তারা প্রার্থীর প্রাণনাশের চেষ্টা করেছিল। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগে আরও বলা হয়, এই হামলায় নেতৃত্ব দিয়েছে হরিরামপুর থানা যুবলীগের আহ্বায়ক মিলটন, সদস্য শুভ মল্লিক, টিপু দেওয়ান, যুগ্ম আহ্বায়ক রজ্জব, বয়রা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফরিদ মেম্বার, বয়রা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আনোয়ারসহ অজ্ঞাত ২৫-৩০ জন।
এ ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।