আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার সকালে শুলশান সাউথপার্ক ক্লাব লিমিটেড এর আয়োজনে বিজয় দিবসের র্যালিতে অংশগ্রহণ করেন। পরে তিনি নিকেতন ও আশপাশের এলাকায় প্রচারণা চালান। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও তাদের খোঁজ-খরব নেন। এসময় তরুণ ভোটাররা নানান উৎসাহ উদ্দীপনায় আন্দালিব পার্থ ও ধানের শীষের স্লোগান দেয়। প্রাচারণায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। কয়েকদিন ধরে বনানী বাজার সুপার মার্কেট, মহাখালী কাঁচা বাজার, বনানী ১১ নম্বর রোড ও গুলশানের বিভিন্ন পয়েন্টে ভোটারদের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরআগে শুক্রবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও পার্থের পক্ষে প্রচারণায় চালান।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনে লড়ছেন আওয়ামী লীগ থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল প্রতীকে), তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।