ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নানা ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তারা নির্বাচন বানচাল এবং দেশবিরোধী নানা চক্রান্ত করছে। তবে ষড়যন্ত্র যতই হোক নির্বাচন হবে। ইনশাল্লাহ হবে, কোনো অপশক্তিই ৩০ ডিসেম্বরের ভোট বানচাল করতে পারবে না।
আজ রোববার ফেনী রাজাঝি’র দিঘী পাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে নিশ্চিত পরাজয় জেনে অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং জনগণের পক্ষে থেকে সাড়া না পেয়ে নিজেরাই আজকে উস্কানিমূলক কাজে লিপ্ত রয়েছে। এখানে সরকারি দল বা আওয়ামী লীগের করণীয় কিছু নেই।
মন্ত্রী বলেন, নোয়াখালীতে হামলার ছক বিএনপি তৈরী করে। আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে, দোকানপাঠ ভাংচুর করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
সে অবস্থায় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ছররা গুলি কিংবা রাবার গুলিতে আহত হয়েছে। তাকে তো হাসপাতালে থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক বাড়ি যেতে বলেছে। এখানে তো এমন কোন বড় ঘটনা ঘটেনি। উস্কানিকা তো তারা শুরু করেছিলো, পুলিশ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছি, শেখ হাসিনার নেতেৃত্বে আমরা আবারও বিজয়ী হব। অপশক্তির বিরুদ্ধে ৩০ ডিসেম্বর জনগণকে সঙ্গে নিয়ে আরেকটা বিজয় অর্জনের মধ্যে দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সাংসদ জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পৌর মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র স্বপন মিয়াজি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।