চারজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে বিএনপির মহানগরের একজন নেতা রয়েছেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকা থেকে অভিযান চালিয়ে।
শুক্রবার রাতে টিংকু দাশসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশের একটি দল চৈতন্য গলি এলাকায় ‘জিয়ার স্পট’ নামে একটি মাদক আস্তানায় অভিযান চালায়। সেখানে টিংকুসহ কয়েকজন বসে ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্পট থেকে কয়েকজনকে আটক করা হলে টিংকু ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। টিংকু চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে পেট্রোল বোমা নিক্ষেপে মানুষ হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।