জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের রোডমার্চ শুরু হয়েছে ময়মনসিংহ অভিমুখে । আজ শনিবার দুপুরে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে এই রোডমার্চ শুরু হয়। রোডমার্চটি ইতিমধ্যে গাজীপুরে পৌঁছেছে। গাজীপুরে পথসভায় আ স ম আব্দুর রব বলেন, সরকারের কোরবানি হয়ে গেছে। এখন শুধু লাফালাফি করছে।

কোরবানি হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে লাফালাফি করে সরকার এখন তাই করছে। প্রধানমন্ত্রী প্রচন্ড ভয় পেয়েছেন। এখন নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে।

একারণেই তারা হামলা করছে। তারা নির্বাচন থেকে সরে যেতে চাইছেন। কিন্তু যত হামলাই করুক, যত অত্যাচারই করুক আমরা নির্বাচন থেকে সরব না। মরব কিন্তু সরব না।
রব প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, যদি আপনি দেশ থেকে চলে যেতে চান, যেতে পারেন। যদি দেশে থাকতে চান থাকতে পারেন। আমরা ক্ষমতায় এলেও আপনার উপর অত্যাচার করব না।

গাজীপুরে পথসভা শেষে রোডমার্চটি ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা হয়। আজকের এই রোডমার্চে উপস্থিত থাকতে পারেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোডমার্চে অংশ নিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, জেএসপি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, ড. রেজা কিবরিয়া, ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী আবু বকর সিদ্দিক প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031