প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচনের সময় ভোটকক্ষের ভেতর থেকে সাংবাদিকরা মোবাইলফোন ব্যবহার করতে পারলেও লাইভ দিতে পারবে না বলে জানিয়েছেন ।
আজ শনিবার বিকেলে সিইসি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। সিইসি বলেন, ভোটকক্ষের ভেতর থেকে লাইভ দেয়া যাবে না।
সাংবাদিকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। সেনাবাহিনী সিআরপিসি মেনে গ্রেপ্তার করতে পারবে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, অনেকের নামে আগেই ফৌজদারি মামলা ছিল। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি দেখবে বলে জানান তিনি।