আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, তাহলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এজন্য আগামীতে কেউ যাতে সেতুর কাজ বন্ধ করতে না পারে সেজন্য নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজের নির্বাচনী আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরুর পর বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা মোড়ে এক পথসভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ৩০শে ডিসেম্বর নির্বাচন। নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি। যে নৌকায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন। যে নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। যে নৌকায় ভোট দিয়ে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। এই মাস আমাদের বিজয়ের মাস।
নৌকার বিজয়ের মাস। এই নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান, ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহ সাহেবকে জয়যুক্ত দিবেন। ।
শেখ হাসিনা বলেন, আপনাদের ভোট মূল্যবান। মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে সেজন্য অবশ্যই আপনারা জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোট আপনি দেবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। যেন উন্নয়নের জোয়ারটা অব্যাহত রাখতে পারি। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। তার একটাই লক্ষ্য, জাতির জনকের স্বপ্ন পূরণ করা। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান।
বুধবার ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন শেখ হাসিনা।
বৃহস্পতির সকালে টুঙ্গীপাড়া থেকে রওনা হয়ে বিভিন্ন স্থানে পথসভা করে করে সড়কপথে ঢাকার দিকে এগোচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও তার সঙ্গে রয়েছেন।