একাদশ সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী দেয়াই ছিল আমাদের কৌশল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,। বিএনপি ভোট থেকে সরে যাবে বলে বিভিন্ন আসনে শরিকরা নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নিবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কৌশলটা তো বলব না। আমাদের সুস্পষ্ট কৌশল আছে। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি এটা।
মন্ত্রী বলেন, নির্বাচনের দিন বুঝতে পারবেন। ওনারা (বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট) যদি সরে (নির্বাচন থেকে) যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।
ওবায়দুল কাদের বলেন, তারা সরে যাবে বলেই আমরা অ্যালায়েন্সকে নিয়ে কৌশল করেছি।।