আওয়ামীলীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রচারে এগিয়ে। তিনি গত ২ দিনে একাধিক পথ সভা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ার-কর্ণফুলী) আসনে। জনগণের অংশগ্রহণে পথ সভা গুলো জনসভায় রুপ নিয়েছে। প্রতিদিন তিন টার অধিক পথ সভা ও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত সময় পার করছে।
এতে করে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচার সভা গুলোতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিগত সময়ে সংসদ সদস্য ও ভূমিপ্রতিমন্ত্রী থাকাঅবস্থায় চট্টগ্রাম-১৩ আসনে দল মত নির্বিশেষে সকলের জন্য আন্তরিকতা এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য নিজেকে আবার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জনগণের কাছে নৌকামার্কায় ভোট চাইছেন।
অপরদিকে, ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম এখনো প্রচারণার মাঠে নেই। আনোয়ারা উপজেলা একাধিক নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম্ এখনো নির্বাচনী প্রচারণায় না নামায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে নির্বাচনী কোন আগ্রহ সৃষ্টি হচ্ছে না। অল্পসময়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে বিজয় হওয়ায় স্বপ্ন দেখা অসম্ভব মনে হচ্ছে।
তারা আরো বলেন,নিজাম সাহেব নির্বাচনী মাঠে নেমে কী ধরনের ভূমিকা রাখছেন তার উপর নির্ভর করে নেতাকর্মীরা ভোটের মাঠে এগিয়ে আসবেন। বিগত সময়ে সরওয়ার জামাল নিজাম নেতাকর্মীদের কাছে না থাকায় অনেক ত্যাগী নেতাকর্মীরা নিস্ত্রিয় হয়ে গেছেন।
সুতরাং নেতাকর্মীদের এবং ঐক্য ফ্রন্টের অন্যান্য দল গুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে ভোটারদের কাছে যেতে পারলে বিজয় হওয়া সম্ভব মনে করেন তারা।
শুক্রবার জুমার নামাজের পর সরওয়ার জামাল নিজামের নিজ বাড়িতে নেতাকর্মীদের মত বিনিময় সভা করে নির্বাচনী সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাজান চৌধুুরী।