স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বুধবার গণসংযোগের উদ্বোধন করেছেন । এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ে দেশবাসী পান নিজেদের প্রাপ্য অধিকার পাওয়ার নিশ্চয়তা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকা। তাই আসন্ন নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। সারাদেশে নৌকা বিজয়ী হলে আবার প্রধানমন্ত্রী হবেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। গণসংযোগে আরো অংশ নেন- মোহরা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, এস. এম আনোয়ার মির্জা, জাহাঙ্গীর আলম চৌধুরী, জসিম উদ্দিন, নগর যুবলীগ সদস্য জি. এম কফিল উদ্দিন, নাছির উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য রিয়াদ রিদোয়ান, মো. রোকন, আওয়ামী লীগ নেতা মো. আজম, মো. শওকত, যুবলীগ নেতা লিয়াকত আলী, হাছান মুরাদ, যুবলীগ নেতা মো. মনি, মো. আজিজ প্রমুখ।