‘চট্টগ্রাম-৮ আসন শহীদ জিয়ার স্মৃতি জড়িত এলাকাচট্টগ্রাম-৮ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেছেন। এখান থেকেই তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারাদেশ আজ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ধানের শীষের পক্ষে। আগামী ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করে লুন্ঠিত গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করে আনবে।’
তিনি বুধবার সকাল ১০টায় বহদ্দারহাট হক মার্কেট থেকে চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ ও বায়েজীদ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারের উদ্বোধনকালে একথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার দেখে সরকার নির্বাচন বানচাল করার জন্য ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সারাদেশে বিএনপির প্রার্থীসহ নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে। চট্টগ্রামে নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই। সরকারি দলের নেতাকর্মীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। নৌকাকে বিজয়ী করতে সরকারি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। কিন্তু কোন অপশক্তিই ধানের শীষের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, আবুল কালাম (আবু), জি.এম. আইয়ুব খাঁন, হামিদুল হক মান্নান, আনোয়ার সাদিক, ইদ্রিস আলী, নকীব উদ্দিন ভূঁইয়া, ইলিয়াছ শেকু, আবুল কালাম আবু, মোরশেদ কামাল, শহীদুজ্জামান, আরিফুল ইসলাম, ফখরুল ইসলাম শাহীন, মনছুর আলম, আব্দুর রশিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।