সিংড়া উপজেলা বিএনপি নাটোর-০৩ (সিংড়া) নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের অব্যাহত হামলা, মারপিট এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন । আজ সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ লিখিত বক্তব্য বলেন, গত ৯ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা ৭ জন বিএনপি নেতাকর্মীকে মারপিট করে গুরুতর আহত করে। এছাড়াও অর্ধশত বিএনপি নেতাকর্মীকে আহত করা হয়েছে। বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণার মাইক ভাঙচুরসহ পোস্টারে অগ্নিসংযোগ করে। সংবাদ সম্মেলনে সিংড়া উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।