পুলিশ সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার গেটের বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে । এছাড়া চেয়ার-টেবিল জব্দ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার নেতৃত্বে মাইক ও চেয়ার- টেবিল নিয়ে যাওয়া হয়। এসময় ওসি বলেন, দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি। নগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দরগা মাজার জেয়ারতের প্রচার শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। এজন্য এখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট পৌঁছেছেন।
বিকালে দরগা জিয়ারত করে তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।