প্রথমে ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয় রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে । ২৪ ঘন্টার ব্যবধানে বন্ধ করে দেয়া সাইটগুলো আবারও খুলে দেয়া হয়। রোববার সন্ধ্যায় দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওইদিন বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নিউজ পোর্টালগুলো বন্ধ করার নির্দেশ দেয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।

বিটিআরসি’র সিনিয়র সহকারি পরিচালক জাকির হোসেন খান মানবজমিনকে বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এসব সাইট বন্ধ করা প্রয়োজন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়। তাদের অনুরোধক্রমে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধের কারিগরি কার্যক্রম সম্পন্ন করেছে বিটিআরসি।

গতকাল সন্ধ্যায় সাইট বন্ধের নির্দেশনা প্রত্যাহার করে নেয়া হয়। এ প্রসঙ্গে জাকির হোসেন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে থেকে সাইটগুলো চালু করে দেয়ার অনুরোধ জানায়।

এরপরই আমরা সংশ্লিষ্টদের সাইটগুলো খুলে দেয়ার নির্দেশনা দিই। বিটিআরসি জানিয়েছে সাইটগুলোর মধ্যে রয়েছে-

বিডিপলিটিকো ডট কম, পেজনিউজ২৪ ডট কম, রিপোর্টবিডি২৪ ডট কম, রেয়ারনিউজ২৪ ডট কম, বিএনপিনিউজ২৪ ডট কম, প্রথমবাংলাদেশ ডট নেট, ডেইলিআমারদেশ ডট এক্সওয়াইজেড, ডিএনএন ডট নিউজ, রাজনীতি২৪ ডট কম, আরবিএন২৪ ডট কো ডট ইউকে, সংবাদ২৪৭ ডট কম, দেশভাবনা ডট কম, আমারদেশ২৪৭ ডট কম, অ্যানালাইসিসবিডি ডট কম, আওয়াজবিডি ডট কম, বদরুল ডট ওআরজি, বিএনপিঅনলাইউইং ডট কম, বিএনপিবাংলাদেশ ডট কম, ইএন- বিএনপিবাংলাদেশ ডট কম, বাংলামেইল৭১ ডট ইনফো, এটিভি২৪বিডি ডট কম, বাংলাস্ট্যাটাস ডট কম, বিবাড়িয়ানিউজ২৪ ডট কম, শীর্ষনিউজ২৪ ডট কম, শিবির ডট ওআরজি ডট বিডি, নিউজ২১-বিডি ডট কম, ওয়াননিউজবিডি ডট নেট, নিউজবিডি৭১ ডট কম, পরিবর্তন ডট কম, জাস্টনিউজবিডি ডট কম, এক্সপ্রেসনিউজবিডি ডট কম, ডেইলিবিডিটাইমস ডট কম, ময়মনসিংহনিউজ২৪ ডট কম, মূলধারাবিডি ডট কম, প্রিয় ডট কম, সিএনএনবিডি২৪ ডট কম, ডেইলিমিরর২৪ ডট কম, দেশনেত্রীসাইবারফোরাম ডট কম, আলাপন ডট লাইভ, ঢাকাটাইমস২৪ ডট কম, রাইজিংবিডি ডট কম, দিগন্ত ডট নেট, মোরালনিউজ২৪ ডট কম, পত্রিকা ডট কম, দাওয়াহিলাল্লাহ ডট কম, আলেহসার২ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, আলজামাহওয়ান ডট ওয়ার্ডপ্রেস ডট কম, বাংলাদারুসুল কুরআন ডট ওয়ার্ডপ্রেস ডট কম, গাজওয়াহ ডট নেট, জঙ্গিমিডিয়া ওয়ার্ডপ্রেস ডট কম, মাক্তাবাতুলইসলামিয়াবিডি ওয়ার্ডপ্রেস ডট কম, মাইকুরআনস্টাডিওয়ানআইয়াহাডে ডট কম, সুহাদারকাফেলা ওয়ার্ডপ্রেস ডট কম, ডিফেন্সআপডেটবাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, ডিইএফবিডি ডট কম, বাংলাদেশডিফেন্স ডট ব্লগস্পট ডট কম।।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031