জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া চলছে । রিটার্নিং কর্মকর্তারা দেশজুড়ে প্রার্থীদের মধ্যে প্রতীয় বরাদ্দ করছেন। আজ সোমবার সকাল থেকেই প্রার্থীরা প্রতীকের জন্য ভিড় করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।  বরাদ্দ দেয়া প্রতীকের ওপর নির্বাচনী প্রচারণা চালাবেন প্রার্থীরা।

ইতিমধ্যে ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস ও সাবের হোসেনের দলীয় প্রতীক সংগ্রহ করেছে তাদের প্রতিনিধিরা। ঢাকা-৫ আসনে  গণফোরামের ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়েছেন এস এম আলতাফ হোসেন । মীর আবদুর সবুর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক, আবদুর রশিদ ন্যাপ থেকে কুড়েঘর প্রতীক, মো আবদুল কাইয়ুম  ইসলামিক ঐক্য জোটের মিনার প্রতীক, আরিফুর রহমান সুমন মাস্টার ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক, আলতাফ হোসেন প্রার্থী ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন হয়ে হাতপাখা প্রতীক,  নবীউল্লাহ বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক,  রবিউল ইসলাম জাকের পার্টির হয়ে গোলাপ ফুল প্রতীক,  শামীম মিয়া গণফ্রন্ট হয়ে মাছ প্রতীক, হাবিবুর রহমান মোল্লা আওয়ামী লীগ হয়ে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

একইভাবে ঢাকা-৬ আসনে গণফ্রন্টের প্রতীক মাছ পেয়েছেন আহম্মেদ আলী শেখ, জাতীয় পার্টির লাঙ্গল পেয়েছেন কাজী ফিরোজ রশীদ, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন পেয়েছেন ববি হাজ্জাজ,  এনপিপির হয়ে মো. আকতার হোসেন পেয়েছেন আম প্রতীক, মো. আবু তাহের  কমিউনিস্ট পার্টি হয়ে কাস্তে প্রতীক, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণফোরাম হয়ে উদীয়মান সূর্য প্রতীক, সৈয়দ নাজমুল হুদা (জাপা (কাজী জাফর) বাইসাইকেল ও মনোয়ার হোসেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়ে হাত পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে লাঙ্গন প্রতীক সংগ্রহ করেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি ।

রিটার্নিং কার্যালয়ে প্রতীক নিতে এসেছেন নাজমুল হুদা।

ঢাকা-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবিদ হোসেন পেয়েছেন কাস্তে, ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক, ইসলামী আন্দোলনের কামাল হোসেন পেয়েছেন হাতপাখা, বিকল্প ধারার জালাল উদ্দিন পেয়েছেন কুলা, জাকের পার্টির শামসুদ্দিন আহমদ পেয়েছেন গোলাপ ফুল, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন পেয়েছেন কোদাল, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন গাড়ি ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)।

ঢাকা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ পেয়েছেন বটগাছ, বিএনপি প্রার্থী ইরফান ইকবাল ইবনে আমান অনিক পেয়েছেন ধানের শীষ, গণফোরামের মোস্তফা মহসীন মিন্টু পেয়েছেন উদীয়মান সূর্য, আওয়ামী লীগের নৌকা পেয়েছেন মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহিরুল ইসলাম পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল পেয়েছেন লাঙ্গল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সুকান্ত শফি চৌধুরী পেয়েছেন কাস্তে।

ঢাকা-৩ আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ পেয়েছেন নৌকা, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু পেয়েছেন উদীয়মান সূর্য, ইসলামী অন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহাম্মদ খান পেয়েছেন হাতপাখা।

ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন নৌকা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন হাতপাখা, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ সারোয়ার হোসেন বাঘ, বিকল্প ধারার মো. আইনুল হক পেয়েছেন কুলা, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের ইদ্রিস আলী পেয়েছেন হারিকেন।

ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহম্মদ পেয়েছেন নৌকা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মো. আবদুল মান্নান পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল পেয়েছেন লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এমএ মান্নান পেয়েছেন তারা প্রতীক।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031